৬ মাস ধরে ২০ বছর বয়সী মেয়েকে খুঁজে পাচ্ছেন না পুলিশ বাবা

৬ মাস ধরে ২০ বছর বয়সী মেয়েকে খুঁজে পাচ্ছেন না পুলিশ বাবা

অনলাইন ডেস্ক

ছয় মাস আগে মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে অভিমান করে বের হয়ে যান আঁখি আক্তার (২০) নামের এক তরুণী। এরপর আর ফিরে আসেননি আঁখি। গত ৬ মাস ধরে মেয়েকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ কনস্টেবল বাবা।

আঁখি আক্তার ময়মনসিংহের আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের ছাত্রী।

এ বছর তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা।

এ বিষয়ে আঁখির পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহের গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-১১৭০। গত বছরের ডিসেম্বরের ৩০ তারিখে এই জিডি করা হয়।

জিডিতে বলা হয়, আঁখির উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি, গায়ের রং ফরসা, মুখমণ্ডল লম্বাকৃতি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো ও খয়েরি রঙের সালোয়ার–কামিজ এবং সাদাকালো বোরকা।

আরও পড়ুন


আবু ত্ব-হা আদনানকে খুঁজে দিতে জাতীয় দলের ক্রিকেটার শুভর আহ্বান

গণপূর্ত ভবনে অস্ত্রের মহড়া: সেই আ.লীগ নেতাদের দল থেকে অব্যাহতি

আবারও মিয়ানমারের গ্রামে তাণ্ডব চালিয়েছে সেনাবাহিনী

সুইসদের হারিয়ে সবার আগে শেষ ষোল নিশ্চিত করল ইতালি


কেউ সন্ধান পেলে গফরগাঁও থানায় বা মাদারগঞ্জ থানায় আঁখির বাবা আবু তাহরের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আঁখির বাবা মো. আবু তাহের পুলিশের কনস্টেবল হিসেবে জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় কর্মরত আছেন। তিনি জানান, ছয় মাস ধরে দেশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি তিনি।

news24bd.tv এসএম