বিশ্বে করোনায় একদিনে মৃত্যু সাড়ে ৯ হাজার

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু সাড়ে ৯ হাজার

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৯ হাজার ৪৪১ জন। এইসময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৬২৩ জন। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৪৮ হাজার ৮২৫ জনে।

মোট শনাক্ত রোগী ১৭ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৩৯৬ জনে।  

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৯৮৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৬ হাজার ১৫০ জনের।

সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৪৯২ জন।


আরও পড়ুনঃ

আবু ত্ব-হা আদনানকে খুঁজে দিতে জাতীয় দলের ক্রিকেটার শুভর আহ্বান

গণপূর্ত ভবনে অস্ত্রের মহড়া: সেই আ.লীগ নেতাদের দল থেকে অব্যাহতি

আবারও মিয়ানমারের গ্রামে তাণ্ডব চালিয়েছে সেনাবাহিনী

সুইসদের হারিয়ে সবার আগে শেষ ষোল নিশ্চিত করল ইতালি


তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৫৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৮১ হাজার ৯৩১ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫৪৪ জন।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৬ লাখ ২৯ হাজার ৭১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৮৩৭ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৬০১ জন।

news24bd.tv / নকিব