গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় করোনার উপসর্গে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় করোনার উপসর্গে ৩ জনের মৃত্যু

Other

সাতক্ষীরা গত ২৪ ঘনটায় করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৮৬ জনের নমুনা পরিক্ষায় ৮৮ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।  

শনাক্তের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ। সর্বশেষ  ৫৩ দশমিক ১৯ শতাংশ থেকে নেমে তা দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৩১ শতাংশে।

করোনার শুরু থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ২ হাজার ৬৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি আরও জানান, বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন ও সদর হাসপাতালে ৯ জন মোট ৩৩ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতাল ও বাসা বাড়িতে মোট ৯৭৪ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৫৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৫৫ জন। প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনা আক্রান্ত নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। অনেকে সুস্থ্য হয়ে বাসা-বাড়িতে ফিরছেন।  

এদিকে কঠোর বিধি-নিষেদের মধ্যদিয়ে ৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত স্থানীয় জেলা প্রশাসনের দেওয়া লকডাউন চলছে। করোনার উর্ধমুখী নিয়ন্ত্রনে পুলিশ শহরের মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড দিয়ে লোক চলাচল নিয়ন্ত্রণ করলেও তা মানছে না সাধারন মানুষ। স্থানীয় হাট-বাজার গুলোতে প্রশাসনের নজরদারি না থাকায় কোন ভাবে স্বাস্থ্য-বিধি মানছে না মানুষ। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।  

আরও পড়ুন


পরীমনি কেনো এতো রাতে বোট ক্লাবে যাবে: সোহান (ভিডিও)

ক্লাবে ঢুকে মদ না পেয়ে তারা ভাঙ্গচুড় চালায় : ক্লাব কর্তৃপক্ষ (ভিডিও)

অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করলেন পরীমনি (ভিডিও)

মদ পানে গভীর রাতে যুবক-যুবতী নিয়ে ক্লাবে যেতেন পরীমনি


news24bd.tv / কামরুল