ঠাকুরগাঁওয়ে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

Other

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কৃষ্ণ বসাক (৩৩) নামে এক কাঁচামাল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। দাদন ব্যবসায়ী, এনজিও এবং সমবায় সমিতির নিকট থেকে ৫ লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধনতলা ইউনিয়নের বানাগাঁও বহমতোল গ্রামে এ ঘটনা ঘটে।

বিকেলে পুলিশ তার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

তিনি ওই গ্রামের সেদ্দুরাম সিংহের ছেলে।

কৃষ্ণ বসাকের চাচা মিঠুন চন্দ্র জানান, স্থানীয় এনজিও, সমবায় সমিতি ও দাদন ব্যবসায়ীদের নিকট থেকে ৫ লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন কৃষ্ণ বসাক। ব্যবসায় মন্দা ও ঘন ঘন লকডাউনের কারণে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আমরা মরদেহ সৎকারের অনুমতি নিতে থানায় এসেছি।

কৃষ্ণ বসাকের ছেলে সন্দিপ চন্দ্র দাস বলেন, বাবার ব্যবসা ভালোই চলছিল। লকডাউনের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ও ব্যবসা ভালো হচ্ছিল না।

এদিকে স্থানীয় দাদন ব্যবসায়ীদের চাপ সহ্য করতে না পেরে আমাদের অজান্তে গলায় ফাঁস দিয়েছেন। বাবাকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেলাম।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

news24bd.tv / তৌহিদ