মালয়েশিয়ায় করোনায় প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ায় করোনায় প্রবাসীর মৃত্যু

Other

মোহাম্মদ হাসান নামে প্রবাসী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনায়। বৃহস্পতিবার (১৭ জুন) স্থানীয় সময় সকালে তিনি মারা যান। মোহাম্মদ হাসানের পাসপোর্ট নম্বর BN-0341479।

পাসপোর্ট থেকে জানা গেছে, তার জন্ম তারিখ ১৯৭৫ সালের ১০ ডিসেম্বর।

বাংলাদেশে তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। গত ১৫ মে থেকে শারীরিক অসুস্থতা বোধ করেন মোহাম্মদ হাসান। ২৫ মে থেকে থেকে শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। কোম্পানি করোনা টেস্ট করালে পজিটিভ আসলে কোয়ারেন্টাইনে নেওয়া হয়।
চার-পাঁচ দিন পর তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সুঙ্গাই বুলুহ হাসপাতালে কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি করা হয়।

আরও পড়ুন:


ঠাকুরগাঁওয়ে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা


নিবিড় পর্যবেক্ষণ-চিকিৎসাতেও তার শ্বাসকষ্টের সমস্যার উন্নতি হচ্ছিল না। শেষ পর্যন্ত আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।   

পরিবার ও মালয়েশিয়ার মালিকপক্ষ হাসানের মরদেহ দেশে পাঠানোর আবেদন জানালে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ দিতে অপারগতা প্রকাশ করে। মালয়েশিয়ায় তার দাফন করা হবে বলে জানা গেছে।

news24bd.tv / তৌহিদ