খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ!

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ!

অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, করোনা–পরবর্তী নানা জটিলতা ও অন্যান্য অসুস্থতার কারণে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ‘অত্যন্ত অসুস্থ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। হিংসা বিদ্বেষ বাদ দিয়ে তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করা খুব জরুরি।


আরও পড়ুন

আবু ত্ব-হাকে খুঁজে বের করার দাবিতে সমাবেশ

ক্লাবে ঢুকে মদ না পেয়ে তারা ভাংচুর চালায় : ক্লাব কর্তৃপক্ষ (ভিডিও)

টিকা সহযোগিতা অব্যাহত থাকবে: চীনের আশ্বাস

জিজ্ঞাসাবাদ করা হবে পরীমণিকে


মির্জা ফখরুল আরও বলেন, সবাই জানে, আল্লাহর রহমতে কোভিডের যে আক্রমণ, সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন।

কিন্তু টানা চার বছর তাঁর সুচিকিৎসা না হওয়ায় এবং কারাগারে রাখার কারণে তিনি নানা রোগে আক্রান্ত হয়েছেন। তাঁর হার্টে সমস্যা থেকে শুরু করে কিডনিতে এবং লিভারে সমস্যা তৈরি হয়েছে। এছাড়া তাঁর পুরোনো অসুখ আর্থ্রাইটিসও রয়েছে। সব মিলিয়ে ওনার শারীরিক অবস্থা ভালোনা।
ডাক্তাররা বলছেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন।

news24bd.tv/এমিজান্নাত