সীমান্ত জেলাগুলোয় মৃত্যুর মিছিল, ঠাঁই নেই হাসপাতালগুলোতে

Other

থামছে না সংক্রমণ ও মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জে কমে আসলেও রাজশাহীর লাগাম টেনে ধরতে প্রশাসনের সব কৌশল যেনো ব্যর্থ হয়ে যাচ্ছে। এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এখন সংক্রমণ ও মৃত্যু হার রাজশাহীতে বেশি। ফলে বাড়াতে হয়েছে লকডাউনের মেয়াদ।

 

সংক্রমণের হার কমিয়ে আনা এখনো সম্ভব না হওয়ায় রাজশাহীতে চলতে থাকা বিশেষ লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত চলবে বিশেষ এই লকডাউন।

চাঁপাইনবাবগঞ্জের পর রাজশাহীতে সংক্রমণ ছড়িয়েছে আশঙ্কাজনক হারে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন বিপুল সংখ্যক রোগী।

বাড়ছে মৃত্যু হারও।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অন্য জেলার কমে আসলেও মৃত্যু হার ও সংক্রমণ বেশি হয়েছে রাজশাহীতে। এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৩৬ জনের। সংক্রমণের হার ৪০ ভাগের কাছাকাছি।

সঠিক সময়ে পরীক্ষা না করা ও সংক্রমণের হার বেশি হওয়ায় মৃত্যুও বাড়ছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

পরিস্থিতি যখন নাজুক, তখন আবারো লকডাউনে যাওয়ার বিকল্প ছিল না স্থানীয় প্রশাসনের কাছে। ভবিষ্যতের কথা চিন্তা করে স্থানীয় প্রশাসনের এমন সিদ্ধান্ত নগরবাসী মেনে চলবেন-এমন প্রত্যাশা মেয়রের।

গত পহেলা জুন থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৭ দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৭১ জন।

আরও পড়ুন


পরীমনি কেনো এতো রাতে বোট ক্লাবে যাবে: সোহান (ভিডিও)

ক্লাবে ঢুকে মদ না পেয়ে তারা ভাঙ্গচুড় চালায় : ক্লাব কর্তৃপক্ষ (ভিডিও)

অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করলেন পরীমনি (ভিডিও)

মদ পানে গভীর রাতে যুবক-যুবতী নিয়ে ক্লাবে যেতেন পরীমনি


news24bd.tv / কামরুল