ময়মনসিংহে ছাত্রদলের সভা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া

ময়মনসিংহে ছাত্রদলের সভা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া

Other

ময়মনসিংহে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নগরীর শম্ভুগঞ্জের চরকালিবাড়িতে আয়োজিত ছাত্রদলের সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর পৌণে একটার দিকের এ সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

আরও পড়ুন:


যে কারণে গাজার ‘আগুনে বেলুন’কে এত ভয় ইসরাইলের

ঠাকুরগাঁওয়ে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

মালয়েশিয়ায় করোনায় প্রবাসীর মৃত্যু


এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন ও ওসি অপারেশন ওয়াজেদ আলীসহ ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ২০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে বিএনপি ও ছাত্রদলের আটজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, করোনাকালীন সরকারি বিধি-নিষেধ অমান্য করে চার থেকে পাঁচশ লোক নিয়ে ছাত্রদল সমাবেশ করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশের কাজে বাঁধা ও সংক্রামক ব্যাধি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

news24bd.tv / তৌহিদ