ঢাকায় পরীক্ষা করা ৬৮ শতাংশ নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট

ঢাকায় পরীক্ষা করা ৬৮ শতাংশ নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট

অনলাইন ডেস্ক

দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখনো নিয়ন্ত্রণে আসেনি। সংক্রমণ কমাতে দফায় দফায় বিধি নিষেধ বাড়াচ্ছে সরকার। সর্বশেষ ১৬ জুন এক মাসের জন্য অর্থ্যাৎ আগামি ১৬ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।

করোনা সংক্রমণ বাড়লেও নতুন করে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট।

ঢাকা থেকে সংগ্রহ করা ৬০টি নমুনার মধ্যে ৪১টিতেই ভারতীয় ভ্যারিয়েন্ট পেয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। যা মোট সংগৃহীত নমুনার ৬৮ শতাংশ। মে মাসের শেষ ও জুন মাসের প্রথম সপ্তাহে এসব নমুনা সংগ্রহকৃত নমুনা থেকে এ তথ্য পাওয়া গেছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার (১৭ জুন) রাতে আইসিডিডিআরবির মিডিয়া ম্যানেজার তারিফুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে সংগ্রহ করা ৬০টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করেছে আইসিডিডিআরবি।

এর মধ্যে ৬৮ শতাংশে ভারতীয় ধরন পাওয়া গেছে। ২২ শতাংশ নমুনায় দক্ষিণ আফ্রিকার ধরন (বিটা ভ্যারিয়েন্ট) পাওয়া গেছে। বাকি নমুনাগুলো অন্যান্য ভ্যারিয়েন্টের।

আরও পড়ুন


ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও, দুই কর্মকর্তা আটক

অন্তরঙ্গ ছবি ধারণ করে আরও ২ নায়িকাকে ফাঁদে ফেলেছিল পরীর বন্ধু অমি

জাতিসংঘের কাছ থেকে প্রশংসা পেলেন তেজগাঁওয়ের সেই ডিসি

পরীমণির বাসা যেন মদের বার, প্রতিরাতে চলে পার্টি ও মদের আসর


এর আগে দেশের বিভিন্ন জেলা থেকে করোনার ৫০টি নমুনা পরীক্ষা করে তার মধ্যে ৪০টি ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) পাওয়া গিয়েছিল।

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের কারণেই ভারতে দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বহু গুণে বেড়েছে। ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

news24bd.tv এসএম