বড়শিতে ধরা পড়ল ৪৮ কেজির বাঘাইড়

বড়শিতে ধরা পড়ল ৪৮ কেজির বাঘাইড়

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদী থেকে সিকান্দার আলী নামের একব্যক্তি বড়শি দিয়ে ৪৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরেছেন।  

আজ সকালে উপজেলার চিতুলিয়া গ্রামের যমুনা নদীতে মাছটি ধরা পড়ে।

স্থানীয় লোকজন জানান, সিকান্দার আলী বড়শি দিয়ে যমুনা নদীতে নিয়মিত মাছ ধরেন। আজ সকালেও ধরতে যান।

তার বড়শিতে বিশাল আকারের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তিনি মাছটি পাড়ে তোলেন।

আরও পড়ুন:


বাঁচবো কিনা জানি না, সবাই ক্ষমা করে দিয়েন

দুদককে পরীমণির সম্পদের হিসাব চাওয়ার আহ্বান হেলেনা জাহাঙ্গীরের

গণপরিবহনে অবাধে যাতায়াত করায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

ব্যক্তিগত কারণে আত্মগোপেনে ছিলেন আবু ত্ব-হা: পুলিশ


স্থানীয় ভুট্টা ব্যবসায়ী মো. মনসুর আলী মাছটি ৪৪ হাজার টাকায় কিনে নেন।  

মনসুর আলী জানান, ঢাকায় ভুট্টা পাইকারি মহাজনের কাছে মাছটি পাঠানো হবে।

সম্প্রতি বাহাদুরাবাদে ১২০ কেজি ওজনের বাঘাইড় মাছ জেলের জালে ধরা পড়েছিল। ওই মাছটি প্রতি কেজি ১১০০ টাকা দরে বিক্রি হয়েছে।  

news24bd.tv নাজিম