আবু ত্ব-হাসহ সঙ্গীদের রাতেই আদালতে নিল পুলিশ

আবু ত্ব-হা মুহাম্মদ আদনান

আবু ত্ব-হাসহ সঙ্গীদের রাতেই আদালতে নিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজের ৮ দিন পর উদ্ধার হওয়া আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার দুই সঙ্গীকে আদালতে তোলা হয়েছে।  

আজ রাত সোয়া ৯টার দিকে জবানবন্দি গ্রহণের জন্য রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম হাফিজুর রহমানের আদালতে তোলা হয়।  

রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের অপর দুই সঙ্গী হলেন-আবু মুহিত আনছারী ও গাড়িচালক আমির উদ্দিন।

 

আরও পড়ুন:


বাঁচবো কিনা জানি না, সবাই ক্ষমা করে দিয়েন

দুদককে পরীমণির সম্পদের হিসাব চাওয়ার আহ্বান হেলেনা জাহাঙ্গীরের

গণপরিবহনে অবাধে যাতায়াত করায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

ব্যক্তিগত কারণে আত্মগোপেনে ছিলেন আবু ত্ব-হা: পুলিশ


তিনি আরও জানান, ত্ব-হা নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) আলোকে তিনজনকে আদালতে তোলা হয়েছে। এখন আদালতই এ বিষয়ে করণীয় ঠিক করবেন।  

news24bd.tv নাজিম