চুরির দায়ে জেলে গেলেন ‘ক্রাইম পেট্রলের’ ২ অভিনেত্রী

চুরির দায়ে জেলে গেলেন ‘ক্রাইম পেট্রলের’ ২ অভিনেত্রী

অনলাইন ডেস্ক

ভারতের জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘ক্রাইম পেট্রোল’ এবং ‘সাবধান ইন্ডিয়া’র দুই অভিনেত্রীকে ‍চুরির দায়ে জেলে পাঠানো হয়েছে। এক সঙ্গে বসবাস করা অপর একজনের টাকা চুরির দায়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের। দেশটির পুলিশ জানিয়েছে, চুরির দায় স্বীকার করেছে ওই দুই অভিনেত্রী।

গ্রেপ্তারকৃতরা হলেন - সুরভী শ্রীবাস্তব ও মহসিনা শেখ।

তারা মুম্বাইয়ের রয়্যাল পামস সোসাইটিতে বসবাস করেন। স্থানীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এসব তথ্য জানিয়েছে।

মুম্বাইয়ের ডিসিপি চৈতন্যের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, সুরভী শ্রীবাস্তব ও মহসিনা শেখের বিরুদ্ধে থানায় লক্ষাধিক টাকা চুরির লিখিত অভিযোগ করেন ওই ২ অভিনেত্রীর সঙ্গে বসবাসকারী এক পেইং গেস্ট। অভিযোগে বলা হয়, লক্ষাধিক টাকা খোয়া যাওয়ার পর থেকে ওই দুই অভিনেত্রী নিখোঁজ হয়ে যান।

আরও পড়ুন


ইরানের প্রেসিডেন্ট নির্বাচন: ভোটগ্রহণ রাত ২টা পর্যন্ত, ফল ঘোষণা আজ

উরুগুয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা

আবারও আল-আকসায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী

পেরিসিচের গোলে আশা টিকে রইলো ক্রোয়েশিয়ার


পুলিশ জানিয়েছে, অভিযোগের পর ওই বাসার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয় এবং ২ অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে অপরাধ স্বীকার করে টাকা কোথায় লুকিয়ে রেখেছেন তা দেখিয়ে দেন ওই দুই অভিনেত্রী।

দেশটির পুলিশের ধারণা, অপরাধভিত্তিক অনুষ্ঠানে নিয়মিত কাজ করা তাদের অবচেতন মনে প্রভাব ফেলায় তারা এই কাজ করে থাকতে পারতেন।

news24bd.tv এসএম