করোনায় আরও সাড়ে ৮ হাজার মানুষের মৃত্যু

করোনায় আরও সাড়ে ৮ হাজার মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে আরও সাড়ে ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, শনিবার সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে ৩৮ লাখ ৬৬ হাজার ৮৬২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৮ হাজার ৫২৩ জন।

এর আগের দিন মারা যায় ৮ হাজার ৭৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৯৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৮৮ হাজার ১৮৭ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার ৭৪৫ জনের।

সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩১ লাখ ১৩ হাজার ২৬১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ২৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১৬ হাজার ৯২০ জন মানুষ মারা গেছেন।


আরও পড়ুনঃ

শনিবার থেকে সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু

ব্রাজিলের কাছে পাত্তাই পেল না পেরু

আবারও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী

নন্দীগ্রামের ভোটের ফলাফল নিয়ে হাইকোর্টে মমতা


তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৭৬৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ১৬৭ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৮৭৯ জন।

news24bd.tv / নকিব