পেরুতে বাস দুর্ঘটনা, ২৭ শ্রমিক নিহত

পেরুতে বাস দুর্ঘটনা, ২৭ শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি বাস উল্টে খাদে পড়ে ২৭ যাত্রী নিহত হয়েছেন এবং হয়েছেন ১৩ জন। শুক্রবার (১৮ জুন) পেরুর পেল্লানকাটা এলাকায় এক পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অর্ধশত শ্রমিকদের নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলের পেল্লানকাটা এলাকার একটি খনি থেকে ফেরার সময় পাহাড়ি রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

গুরুতর আহত ১৩ জনে নাজকা নামক একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে।


আরও পড়ুনঃ

বিবস্ত্র করা ছবি তুলে ফাঁদে ফেলে প্রবাসীর স্ত্রী, মামলায় আ.লীগ নেতাও আসামি

‘নিখিলকে আগেই বলেছিলাম, নুসরাত তোমাকে ঠকাবে’

বিয়ের পিঁড়িতে বসার আগ মূহুর্তে যে কারণে বিয়ে ভেঙে দিয়েছিলেন সালমান

চুরির দায়ে জেলে গেলেন ‘ক্রাইম পেট্রলের’ ২ অভিনেত্রী


পেরুর প্রধান নির্বাহী কর্মকর্তা ইগনাসিও বুস্তামন্ত বলেছেন, এ ঘটনায় আমরা সবাই শোকাহত। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে আমরা একটি তদন্ত শুরু করেছি।

news24bd.tv / নকিব