খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সাতজন, খুলনা জেলায় তিনজন, সাতক্ষীরার চারজন, যশোরে তিনজন, চুয়াডাঙ্গার দুইজন মেহেরপুরে দুইজন ও ঝিনাইদহের একজন মারা গেছেন।
একই সময়ে ৬২৫ জন করোনা শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৯২ জন।
এর আগে ১৭ জুন বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়। আর গত ১৮ জুন মারা যায় ৮ জন। জানা যায়, গতকাল পর্যন্ত খুলনা বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ২৬৯ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭।
এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ১২৬ জন। গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় নতুন করে ১৪৯ জন, সাতক্ষীরায় ৫৬ জন, যশোরে ১৬৩ জন, কুষ্টিয়ায় ১১২ জন, চুয়াডাঙ্গায় ৭৬ জন করোনা শনাক্ত হয়েছেন।
আরও পড়ুন:
কাপুরুষোচিত হামলা চালিয়ে ইসরাইলি সেনাদের মনোবল চাঙ্গা হবে না: হামাস
বিবস্ত্র করা ছবি তুলে ফাঁদে ফেলে প্রবাসীর স্ত্রী, মামলায় আ.লীগ নেতাও আসামি
‘নিখিলকে আগেই বলেছিলাম, নুসরাত তোমাকে ঠকাবে’
news24bd.tv / কামরুল