আলভেজকে নিয়েই ব্রাজিলের অলিম্পিক দল ঘোষণা, নেই নেইমার

আলভেজকে নিয়েই ব্রাজিলের অলিম্পিক দল ঘোষণা, নেই নেইমার

অনলাইন ডেস্ক

টোকিও অলিম্পিকের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। এই দলে ডাক পেয়েছেন বার্সেলোনার ৩৮ বছর বয়সী সাবেক তারকা দানি আলভেজ। কোচ আন্দ্রে জার্দাইনের অধীনে দলে রাখা হয়েছে ৩১ বছর বয়সী গোলরক্ষক সান্তোস ও ২৮ বছর বয়সী ডিয়েগো কার্লোসকে।

অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৩ দল খেলতে যায়।

১৬ সদস্যের দলে তিনজন করে সিনিয়র খেলোয়াড় অংশ নিতে পারেন।

২৩ জুলাই থেকে শুরু হতে চলা এবারের অলিম্পিকে ব্রাজিল ছাড়াও অংশ নিচ্ছে আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি ও স্পেন।

অলিম্পিকে খেলতে চেয়েছিলেন নেইমারও। তবে প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) ফরোয়ার্ড যে খেলছেন না সেটা নিশ্চিত করেছেন কোচ নিজেই।

২০১৬ সালে রিও ডি জেনেরিওতে বসা সর্বশেষ অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল দল।

গোলরক্ষক

সান্তোস (অ্যাতলেটিকো পারানাএনসে), ব্রিন্নো (গ্রেমিও)

রক্ষণভাগ

দানি আলভেজ (সাও পাউলো), গ্যাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), গুইলহেরমে আরনা (অ্যাতলেটিকো মিনেরিও), গ্যাব্রিয়েল মাঘালহায়েস (আর্সেনাল), নিনো (ফ্লুমিনেনসে), দিয়েগো কালর্স (সেভিয়া)

মধ্যমাঠ

ডগলাস লুইস (অ্যাস্টন ভিলা), ব্রুনো গুইমারায়েস (লিও), গেরসন (ফ্ল্যামেঙ্গো), ক্লাউদিনহো (রেড বুল ব্রাগানটিনো), ম্যাথুস হেনরিক (গ্রেমিও)

আক্রমণভাগ

ম্যাথুস কুনহা (হেরথা বেরলিম), ম্যালকম (জেনিথ), অ্যান্টোনি (আয়াক্স), পলহিনহো (বায়ের লেভারকুসেন), পেদ্রো (ফ্লেমেঙ্গো)।

news24bd.tv / নকিব