‘ক্রাইম প্যাট্রোল’–এর দুই অভিনেত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ

‘ক্রাইম প্যাট্রোল’–এর দুই অভিনেত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ

অনলাইন ডেস্ক

ভারতীয় টেলিভিশন শো ‘ক্রাইম প্যাট্রোল’–এর দুই অভিনয়শিল্পীকে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মহামারী করোনার কারণে সিরিজটির শুটিং বন্ধ রয়েছে। আর্থিক সংকটে পড়ে এই কাজে তাঁরা যুক্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতের মুম্বাইয়ের একটি কলোনির একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকছিলেন অভিযুক্ত সুরভি শ্রীবাস্তব এবং মোহসিনা মুক্তার শেখ।

১৮ মে তারা দুজন কলোনির ওই বাসায় যান এবং তারপরই সেখানকার আরেক পেয়িং গেস্ট নিজের লকারে থাকা ৩ লাখ ২৮ হাজার টাকা হারানোর কথা তদের জানান।


আরও পড়ুনঃ

চীনের রাস্তায়-গলিতে সরকারদলীয় প্রচারণামূলক বিলবোর্ড

‘নিখিলকে আগেই বলেছিলাম, নুসরাত তোমাকে ঠকাবে’

বিয়ের পিঁড়িতে বসার আগ মূহুর্তে যে কারণে বিয়ে ভেঙে দিয়েছিলেন সালমান


থানায় অভিযোগ করে ওই নারী সুরভি ও মোহসিনাকে সন্দেহের কথা জানিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায় সেদিন অভিযুক্ত দুই অভিনয়শিল্পী বাসাটি থেকে বের হয়ে যান। পরে পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধ স্বীকার করেন।

চুরি যাওয়া টাকার ৫০ হাজার উদ্ধারও করা হয়েছে তাদের কাছ থেকে।

news24bd.tv/এমিজান্নাত