কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, বাড়লো লকডাউনের মেয়াদ

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, বাড়লো লকডাউনের মেয়াদ

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৬৮টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত ১১২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ।

জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, মারা যাওয়া চার জনই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে তিন জন কুষ্টিয়া সদর উপজেলার।

এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কুষ্টিয়া পৌর এলাকায় চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৫ জুন পর্যন্ত করা হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:


বাব-মা-বোনকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিয়ে যা বলেছিলো মেহজাবিন

দুর্লভ আবাসিক পাখি ‘জল ময়ূর’

কাপুরুষোচিত হামলা চালিয়ে ইসরাইলি সেনাদের মনোবল চাঙ্গা হবে না: হামাস

বিবস্ত্র করা ছবি তুলে ফাঁদে ফেলে প্রবাসীর স্ত্রী, মামলায় আ.লীগ নেতাও আসামি


এর আগে গত ১১ থেকে ১৮ জুন পর্যন্ত কুষ্টিয়া পৌর এলাকায় সাত দিনের কঠোর বিধি-নিষেধ জারি করেন জেলা প্রশাসক। একইসঙ্গে জেলার মিরপুর উপজেলার মিরপুর পৌর এলাকাতেও লকডাউন চলছে।

news24bd.tv নাজিম