বগুড়ায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী-সন্তান নিহত

বগুড়ায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী-সন্তান নিহত

Other

বগুড়ায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী ও তাদের দেড় মাস বয়সী শিশুকন্যা নিহত হয়েছে। শনিবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান হাতীবান্ধা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, সাঘাটা উপজেলার জুমারবাড়ী এলাকার বাসিন্দা আশরাফ হোসেন সিএনজিচালিত অটোরিকশায় দেড় মাস বয়সী শিশুকন্যাকে নিয়ে চিকিৎসার জন্য বগুড়ায় যাচ্ছিলেন।

 

তাদের বহনকারী অটোরিকশাটি মহাসড়কের মহাস্থান হাতীবান্ধা এলাকায় পৌঁছাল বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান আশরাফ উদ্দিন ও তার স্ত্রী পারুল বেগম।  

পরে হাসপাতালে নেয়ার পথে তাদের শিশুকন্যাও প্রাণ হারান। সিএনজি অটোরিকশার চালকসহ আরেক যাত্রী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আরও পড়ুন:


দুর্লভ আবাসিক পাখি ‘জল ময়ূর’

কাপুরুষোচিত হামলা চালিয়ে ইসরাইলি সেনাদের মনোবল চাঙ্গা হবে না: হামাস

বিবস্ত্র করা ছবি তুলে ফাঁদে ফেলে প্রবাসীর স্ত্রী, মামলায় আ.লীগ নেতাও আসামি

‘নিখিলকে আগেই বলেছিলাম, নুসরাত তোমাকে ঠকাবে’


news24bd.tv / কামরুল