ঈদের আগে হাত-পা-নখের যত্ন

ঈদের আগেই সুন্দর করে তুলুন নখ

ঈদের আগে হাত-পা-নখের যত্ন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে নিজেকে উৎসবের রঙে রাঙিয়ে ঘোরাঘুরি, বেড়ানো। মেহমান আপ্যায়ন। একইভাবে অন্যের বাড়িতে আতিথ্য গ্রহণ।

ঈদের দিনে সবাই চায় নিজেকে অন্যদের সামনে আকর্ষণীয় করে তুলে ধরতে। তাই শুধু নতুন পোশাক, জুতো বা গহনাই নয়, পার্লারেও দৌড়ান অনেকে। সাজগোজের ক্ষেত্রে মুখ, চোখ বা চুলের পাশাপাশি নখও একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। কারও সঙ্গে পরিচিত হতে যান বা খাবার টেবিলে হাত নেড়ে খাবার খান, হাতের নখগুলো কিন্তু সবার আগেই অন্যের চোখে পড়ে।
তাই ঈদের দিনে সেজেগুজে বের হবার আগে নখগুলোকে একটু যত্নে সাজিয়ে নিন।
সুন্দর নখ ব্যক্তিত্ববানদের রুচির পরিচায়ক। দামি পোশাক পরেছেন, গহনা জড়িয়েছেন, মেকআপ করেছেন কিন্তু নখগুলো আপনার সঙ্গে একদম মানানসই নয়, তাহলে কেমন হবে ভাবুন তো। তাই আপনার চাই হাত পায়ের সুন্দর পরিপাটি নখ।

সুন্দর নখ মানে কিন্তু বাহারি রঙের নেইলপলিশে মনের মতো রাঙিয়ে তোলা নয়। নেইলপলিশের নিচের নখের স্বাস্থ্য, রং, গঠন ঠিক থাকা সুস্থ নখের প্রধান শর্ত। তাই চলুন জেনে নেয়া যাক, কীভাবে নখগুলোর যত্ন নিবেন।

প্রথমে উষ্ণ এক গামলা পানি নিতে হবে। তারপর শ্যাম্পু, অল্প লবণ, খাবার সোডা সামান্য, পিউমিস স্টোন বা মাটির ঝামা, পেট্রোলিয়াম জেলি, নেইল কাটার, নেইল ফাইলার, ব্রাশ, তুলা, গোলাপ জল, শুকনো তোয়ালে, লেবুর রস, ডেটল বা অ্যান্টিসেপ্টিক নিতে হবে।

পদ্ধতি
প্রথমে নখের নেইল পলিশ তুলে নিতে হবে। তারপর উষ্ণ পানির ভেতর হাত-পায়ের নখ ডুবিয়ে কিছুক্ষণ রাখতে হবে। নরম হলে পছন্দের আকারে কেটে ফাইলার দিয়ে নখের মাথা সমান করতে হবে। এবার হাত পায়ের নখের চারপাশে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন। কয়েক মিনিট পর হালকা ঘষে মরা চামড়া তুলে ফেলতে হবে।  

এর পরের ধাপে, গামলায় রাখা গরম পানিতে দুই টেবিল চামচ লবণ, খাবার সোডা, সামান্য লেবুর রস, গোলাপ জল দুই ফোটা আর সামান্য শ্যাম্পু দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার তাতে হাত আর পায়ের পাতা ডুবিয়ে বসে থাকতে হবে ২০ মিনিট। কাজের সুবিধার্থে মিশ্রণটি আলাদা দুটি পাত্রে নিতে পারেন।  

এবার স্ক্রাবার দিয়ে ঘষে হাত পায়ের মরা চামড়া তুলতে হবে। নখের পাশাপাশি পায়ের গোড়ালিও ঘষে পরিষ্কার করতে হবে। এবার  পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। একইভাবে হাতের নখ, ত্বক পরিষ্কার করতে হবে। তারপর তোয়ালে দিয়ে মুছে লোশান বা অলিভ অয়েল দিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে। তারপর রাঙিয়ে নিন মনের মতো করে।  

সম্পর্কিত খবর