চরিত্র পছন্দসই হলে লিঙ্গ বৈষম্যেও মেনে নিবে বিদ্যা বালান

চরিত্র পছন্দসই হলে লিঙ্গ বৈষম্যেও মেনে নিবে বিদ্যা বালান

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান মাঝে মাঝেই আলোচনায় আসেন নানা কারণে। তবে পর্দায় তার অভিনয় দেখলে শত্রুরাও মুখ খোলার সুযোগ পায়না। একের পর এক সিনেমা করে সফলতা অর্জন করেছেন বিদ্যা। পচ্ছন্দের চরিত্র পেলে নিজের সর্বোচ্চ দিয়ে অভিনয় করেছেন তিনি।

লিঙ্গ বৈষম্য ভারতের একটি প্রাচীন সমস্যা। তার প্রভাব থেকে বাদ পড়েনি বলিউডও। আর এখনো নায়িকাদের পারিশ্রমিক নায়কদের তুলনায় কম। বিদ্যার সাম্প্রতিক সিনেমা শেরনিতেও একই সমস্যা দেখা দিয়েছে।

যেখানে ফরেস্ট অফিসার বিদ্যাকে ঘরে বাইরে দুই জায়গাতেই লিঙ্গ বৈষম্যের মুখোমুখি হতে হয়। তবে লিঙ্গ বৈষম্য মানেই যে শুধু পুরুষদের থেকে পিছিয়ে পড়া তা মনে করেন না বিদ্যা।

তিনি মনে করেন যে সমাজের সব স্তরে লিঙ্গ বৈষম্য আছে। বিদ্যা বলেন যে লিঙ্গ বৈষম্য পিতৃতান্ত্রিক সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। তাই এর থেকে পুরোপুরি বেরিয়ে আসা কোনও ভাবেই সম্ভব নয়। আর অনেক সময় তো নারীরাই নারীদের সঙ্গে বৈষম্য করে।

news24bd.tv/এমিজান্নাত