ঠাকুরগাঁওয়ে ২৫০ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ২৫০ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

Other

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন থেকে ২৫০ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বিকেলে ওই ইউনিয়নের দেওগাঁ হরিবস্তি গ্রামের কালি কুমারের (৫৫) বাসা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

তবে মূর্তিটি কি পাথরের তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ডিবি পুলিশ।  

মূর্তি উদ্ধারের বিষয়টি ডিবি পুলিশের ওসি মোসাব্বেরুল হক নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সালন্দর ইউনিয়নের দেওগাঁ হরিবস্তি গ্রামে মৃত দর্প বর্ম্মণের বাসায় একটি বিষ্ণুমূর্তি আছে-দুপুরে দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় কালি কুমারের বাসা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তির দৈর্ঘ্য ৪ ফুট ৬ ইঞ্চি, প্রস্থ ২ ফুট ১ ইঞ্চি আর ওজন ২৫০ কেজি।

আরও পড়ুন:


বাব-মা-বোনকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিয়ে যা বলেছিলো মেহজাবিন

দুর্লভ আবাসিক পাখি ‘জল ময়ূর’

কাপুরুষোচিত হামলা চালিয়ে ইসরাইলি সেনাদের মনোবল চাঙ্গা হবে না: হামাস

বিবস্ত্র করা ছবি তুলে ফাঁদে ফেলে প্রবাসীর স্ত্রী, মামলায় আ.লীগ নেতাও আসামি


তিনি বলেন, জিজ্ঞাসাবাদ করা হলে কালি কুমার বলেন বাসার পাশে একটি পুকুর খননের সময় তিনি এই মূর্তিটি পেয়েছেন।

তবে তিনি নিজেও যানেন না এটি কিসের মূর্তি।

ওসি আরো বলেন, মূর্তিটি কিসের তা সঠিকভাবে বলা যাচ্ছে না। আমরা এটি নিয়ে যাচাই বাছাই করছি।

news24bd.tv নাজিম