নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কাভার্ডভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোর দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।

আজ দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার মাসদাইর আমানা গামেন্টস সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী কাভার্ডভ্যানসহ চালক রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতরা হলেন-আফসার উদ্দিন ও আব্বাস উদ্দিন। তারা শহরের টানবাজার সুতার গলিতে লেবারের কাজ করেন।

নিহত আফাজ উদ্দিন ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে ও আব্বাস উদ্দিন একই এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবউজ্জামান দুইজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অটোরিকশা চালক দুইজন যাত্রী নিয়ে পঞ্চবটির দিকে যাচ্ছিলেন। আমানা গার্মেন্টেসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডাভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। পরে অটোরিকশার চালক ও অন্য যাত্রীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের চিকিৎসক যাত্রীকে মৃত ঘোষণা করেন এবং চালককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন:


বেতন বাড়ছে ক্রিকেটারদের, কত পান সাকিব-তামিম-মুশফিকরা

রিজার্ভের সব রেকর্ড ভেঙে ৪৫.৪৬ বিলিয়ন ডলার

বাব-মা-বোনকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিয়ে যা বলেছিলো মেহজাবিন


তিনি বলেন, পরিবারের লোকজন থানা পুলিশকে অবগত না করে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। দুর্ঘটনায় এলাকাবাসী চালকসহ গাড়িটি আটক করে পুলিশে সোপর্দ করে।

ওসি জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করার ইচ্ছে পোষণ করলে তাদের কাছ থেকে লিখিত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

news24bd.tv নাজিম