যত্নে রাখুন সাদা পোশাক

যত্নে রাখুন সাদা পোশাক

অনলাইন ডেস্ক

গ্রীষ্মের প্রখর গরমে সাদা পোশাকগুলোই যেন স্বস্তি এনে দেয়। তবে নিয়মিত ব্যবহারের পরেও ধবধবে সাদা রাখতে চাইলে একটু বাড়তি যত্ন নিতেই হবে আপনাকে।

#সাদা পোশাক আলাদাভাবে ধুতে হবে। নাহলে অন্য পোশাকের রঙ লেগে সাদা পোশাকের বারোটা বেজে যাবে।

#সাদা কাপড়ে দাগ লাগলে আগেই সেই দাগ ভালো করে তুলে নিন। দাগযুক্ত স্থানে বেশি করে ডিটারজেন্ট পাউডার লাগিয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করে টুথব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষে উঠিয়ে নিন দাগ।
#সহনীয় তাপমাত্রার গরম পানিতে পরিষ্কার করুন। এতে সাদা পোশাক থাকবে উজ্জ্বল ও সুন্দর।

#উজ্জ্বলতা বাড়াতে লেবুর রস ব্যবহার করতে পারেন। কাপড় ভেজানোর সময় ডিটারজেন্টের সঙ্গে আধা কাপ লেবুর রস মিশিয়ে দিন।

#সাদা পোশাক কড়া রোদে শুকান। এতে হলদে ভাব দূর হবে।

news24bd.tv/এমিজান্নাত

এই রকম আরও টপিক