ঢাকা ব্যাংকের টাকা আত্মসাতে দুদকের মামলা

ঢাকা ব্যাংকের টাকা আত্মসাতে দুদকের মামলা

অনলাইন ডেস্ক

তিন কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংক বংশাল শাখার সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন এমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।   

শনিবার (১৯ জুন) সন্ধ্যা ৭টায় দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

দুদক সূত্র আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে ঢাকা ব্যাংক বংশাল শাখার সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন এমরান আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধি’র ৪০৯৪২০১০৯ ধারা সহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা করা হয়।

news24bd.tv নাজিম