নরসিংদীতে মাইক্রোবাস-ট্রাক সংর্ঘষে নিহত ৫

নরসিংদীতে মাইক্রোবাস-ট্রাক সংর্ঘষে নিহত ৫

Other

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশুসহ মাইক্রোবাসের অন্তত পাঁচ যাত্রী নিহত ও সাত যাত্রী আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের মাধবদী থানার পাঁচদোনায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবার বাড়ি ঢাকার আশুলিয়ার জিরাব এলাকায় ও তাঁরা পরস্পরের আত্মীয়।

আহতরা হলেন, সাইফা (১২), ইসরাত জাহান (৮), সামসুন্নাহার (৬০), শারমিন (৩৫), রাজিয়া (৪০), রশিদ (৪০) ও কাজীমুদ্দীন (৫২)।

প্রথমে তাঁদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।  

পরে অবস্থার গুরুতর বিবেচনায় চারজনকে ঢাকায় পাঠানো হয়। তাঁদের মধ্যে পথে মৃত্যু হয় রুবি আক্তারের। আর ঘটনাস্থল থেকেই রোকেয়া বেগমকে ঢাকায় নেওয়ার চেষ্টা করেন তাঁর স্বজনেরা।

কিন্তু ঢাকার পথে তাঁরও মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন মাধবদী থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম।

নরসিংদীর মাধবদী থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, শনিবার সকালে মাইক্রোবাসের এই যাত্রীরা আশুলিয়া থেকে সিলেটে মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। তারা সেখানে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। ফেরার পথে পাঁচদোনার সাকুরার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকের ড্রাইভার ও হেলপার পলতক রয়েছে।  

news24bd.tv / কামরুল