ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের পর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের পর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

Other

ঈদুল আযহার এক সপ্তাহ পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে মর্মে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে। তবে, অনলাইনে নাকি স্বশরীরে পরীক্ষা হবে তা করোনা পরিস্থিতি বিবেচনা করে বিভাগগুলোর একাডেমিক কমিটি স্থির করবে।  

সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অগ্রাধিকারের ভিত্তিতে বিভাগগুলো পরীক্ষা নেবে। কোনো বিভাগ একই সময়ে একাধিক ব্যাচের পরীক্ষা নিতে পারবে না।

পরীক্ষা শুরুর আগে প্রশাসনকে অবগত করতে হবে।
     
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ১২০তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ৪ জনকে পিএইচ.ডি এবং ৩ জনকে এম.ফিল ডিগ্রি প্রদান করা হয়।

আরও পড়ুন:


নরসিংদীতে মাইক্রোবাস-ট্রাক সংর্ঘষে নিহত ৫

বিয়ের প্রলোভন দেখিয়ে বার বার ধর্ষণ, আসামি গ্রেপ্তার

বিগো লাইভ-ফ্রি ফায়ার-পাবজি-টিকটক বন্ধে লিগ্যাল নোটিশ

আবারও জিততে ব্যর্থ স্পেন


news24bd.tv / কামরুল