করোনায় ৫ লাখের বেশি মানুষের মৃত্যু ব্রাজিলে

করোনায় ৫ লাখের বেশি মানুষের মৃত্যু ব্রাজিলে

অনলাইন ডেস্ক

ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে ৫ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সংক্রমণে এর পরেই রয়েছে ভারত এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিনের ধীর গতির কারণে ব্রাজিলে সংক্রমণ আরও বাড়তে পারে।

দেশটির সরকার করোনা মহামারির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো সামাজিক দূরত্ব এবং কঠোর বিধি-নিষেধে ফিরে যেতে রাজি নন। কিছুদিন আগেই একটি মোটরবাইক র্যালিতে মাস্ক ছাড়া অংশ নেয়ায় তাকে জরিমানা করা হয়েছে। এটাই প্রথম নয়, করোনার বিধি-নিষেধ অমান্য করায় এর আগেও তাকে জরিমানা গুনতে হয়েছে।

দেশটির স্বাস্থ্য ইন্সটিটিউট ফিওকরাজ জানিয়েছে, পরিস্থিতি খুবই জটিল। দেশের মাত্র ১৫ শতাংশ প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিন দেয়া হয়েছে।

আরও পড়ুন:


নরসিংদীতে মাইক্রোবাস-ট্রাক সংর্ঘষে নিহত ৫

বিয়ের প্রলোভন দেখিয়ে বার বার ধর্ষণ, আসামি গ্রেপ্তার

বিগো লাইভ-ফ্রি ফায়ার-পাবজি-টিকটক বন্ধে লিগ্যাল নোটিশ

আবারও জিততে ব্যর্থ স্পেন


news24bd.tv / কামরুল