নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রেকর্ড

নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রেকর্ড

Other

নাটোরে গত ২৪ ঘন্টায় নতুন করে রেকর্ড সংখ্যক ১৪৫ জন আক্রান্ত হয়েছে। যা নাটোরে এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২৯ জনের। আক্রান্তের হার ৩৩.৮০ শতাংশ।

 

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৭৪০ জন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে সদর হাসপাতাল কর্তৃপক্ষকে। বর্তমানে উপসর্গ সহ করোনায় আক্রান্ত ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৯৭ জন।

এদিকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় করোনা রোধে জেলা প্রশাসন ঘোষিত দু’দফায় ১৪ দিনের কঠোর লকডাউনের আজ ১২ তম দিন। প্রতিদিনর মত আজও সকাল থেকে শহরের গুরুত্বপুর্ন এলাকায় কঠোর অবস্থান নিয়ে যানবাহন ও জনসাধারন চলাচল সীমিত করার কাজ করছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।  

এছাড়া স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে। কদিনের লকডাউনে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ চরমে উঠেছে।  কাজের সন্ধানে বা অপ্রয়োজনে তারা বেরিয়ে আসছে হাট বাজারে। এ কারণে সংক্রমন বাড়ছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের।

আরও পড়ুন:


নরসিংদীতে মাইক্রোবাস-ট্রাক সংর্ঘষে নিহত ৫

বিয়ের প্রলোভন দেখিয়ে বার বার ধর্ষণ, আসামি গ্রেপ্তার

বিগো লাইভ-ফ্রি ফায়ার-পাবজি-টিকটক বন্ধে লিগ্যাল নোটিশ

আবারও জিততে ব্যর্থ স্পেন


news24bd.tv / কামরুল