বেলজিয়ামে স্কুলভবন ধসে ৫ শ্রমিকের মৃত্যু

বেলজিয়ামে স্কুলভবন ধসে ৫ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

বেলজিয়ামের আনটুয়ার্প শহরে নির্মাণাধীন একটি স্কুলভবন আংশিক ধসে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় নয়জন আহত হয়। স্কুলটি নির্মাণাধীন থাকায় ওই সময় কোনো শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল না।

নগরীর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার সন্ধ্যায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর ফলে নিখোঁজ সকলের হিসেবে মিলেছে।

বেলজিয়ান প্রধানমন্ত্রী আলেকান্ডার ডি ক্রোকে সঙ্গে নিয়ে দেশটির রাজা ফিলিপ শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের দুজন পর্তুগাল ও রোমানিয়ার। বাকিদের পরিচয় জানা যায়নি।

হতাহত সকলেই নির্মাণ কোম্পানি ডেমোকো’র সাব কন্ট্রাক্টর।


আরও পড়ুনঃ

ভাল থাকুক বিশ্বের সকল বাবা, যেভাবে দিবসটির শুরু

বিএনপি থেকে শফি আহমেদ চৌধুরীকে বহিষ্কার

ইরানের নতুন প্রেসিডেন্ট রায়িসিকে অভিনন্দন জানাল হামাস

বিশেষ ট্রেন চালু, মাত্র এক ঘণ্টাতেই ঢাকা-গাজীপুর


তবে এই দুর্ঘটনার কারণ জানা যায় নি। ডেমোকো’র ব্যবস্থাপনা পরিচালক ফ্রেডরিক বিজনেন্স বলেছেন, দুর্ঘটনার কারণ জানতে ব্যাপক পরিসরে তদন্ত শুরু হয়েছে।

news24bd.tv / নকিব