করোনা: ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮২ জনের ৫৫ জনই পুরুষ

করোনা: ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮২ জনের ৫৫ জনই পুরুষ

অনলাইন ডেস্ক

মহামারী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৫ জনই পুরুষ। বাকি ২৭ জন নারী। এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১৩ হাজার ৫৪৮ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ হাজার ৬৪১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৮ দশমিক ০২ শতাংশ ও গত পরশু ছিল ১৮ দশমিক ৫৯ শতাংশ।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২২ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করে আরও ৩ হাজার ৬৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জন।

এর আগে, গতকাল ৩ হাজার ৫৭ জন ও গত পরশু ৩ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আরও পড়ুন:


এবারও হচ্ছে না প্রাথমিক সমাপনী পরীক্ষা

আমাদের লক্ষ্য বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা: প্রধানমন্ত্রী

ওসমানীনগরে শিক্ষিকাকে গলাকেটে হত্যার পর গৃহকর্মীর আত্মহত্যা

এবার মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ এর মধ্যে, দুই জনের ২১-৩০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৩৮ জন।

news24bd.tv নাজিম