করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে না

করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে না

অনলাইন ডেস্ক

ভারত সরকার করোনাভাইরাসে আক্রান্ত মৃতদের প্রতি পরিবারকে যে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিলো সেটা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে। জনস্বার্থ দায়ের করা একটি মামলায় দেশটির কেন্দ্রীয় সরকার ভারতের সুপ্রিম কোর্টে এ কথা জানিয়েছে। সেখানে জানানো হয়, প্রত্যেক পরিবারকে সাহায্য করার সামর্থ্য সরকারের নেই।

এর আগে করোনায় মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়।

গতকাল শনিবার কেন্দ্র ১৮৩ পাতার হলফনামায় জানিয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। এই সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। চলমান আর্থিক চাপের মধ্যে সবাইকে আর্থিক সাহায্য দেওয়া সম্ভব নয়।


আরও পড়ুন

নরসিংদীতে মাইক্রোবাস-ট্রাক সংর্ঘষে নিহত ৫

বিয়ের প্রলোভন দেখিয়ে বার বার ধর্ষণ, আসামি গ্রেপ্তার

বিগো লাইভ-ফ্রি ফায়ার-পাবজি-টিকটক বন্ধে লিগ্যাল নোটিশ

আবারও জিততে ব্যর্থ স্পেন


বিপর্যয় মোকাবিলা আইনে উল্লেখ রয়েছে যে, ক্ষতিপূরণ কেবল ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রযোজ্য।

মহামারির ব্যাপক আকার ধারণ করায় এই আইন করোনাভাইরাসের ক্ষেত্রে প্রয়োগ করা ঠিক হবে না বলে দাবি করে সরকার।

সূত্র: আনন্দবাজার।

news24bd.tv/এমিজান্নাত