ইসি মাহবুব তালুকদার হাসপাতালে

ইসি মাহবুব তালুকদার হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার মাহবুব তালুকদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি জ্বরে আক্রান্ত। তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।

রোববার (২০ জুন) সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি।

তবে তার করোনাভাইরাস সংক্রমণ লক্ষণ রয়েছে।

আজ তার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন জানান, গতকাল রাতে দেখি, স্যারের জ্বরটা হঠাৎ ওঠে গেছে। তারপর আমরা স্যারকে রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে ওষুধ দেয়ার পর জ্বর কমে গেছিল।

কিন্তু অক্সিজেনের লেভেলটা কম দেখা যাচ্ছিল। এজন্য তাকে আইসিইউতে নেওয়া হয়।

আরও পড়ুন:


এবারও হচ্ছে না প্রাথমিক সমাপনী পরীক্ষা

আমাদের লক্ষ্য বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা: প্রধানমন্ত্রী

ওসমানীনগরে শিক্ষিকাকে গলাকেটে হত্যার পর গৃহকর্মীর আত্মহত্যা

এবার মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন


তিনি বলেন, ডাক্তার বললেন যে, উনি এখন ভালো আছেন, আমরা তাকে কেবিনে দিয়ে দিই। তারপর আজ বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে।

news24bd.tv নাজিম