ইসি মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত

ইসি মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন আজ রাত সাড়ে ৮টায় এই তথ্য জানান।

মুহাম্মদ এনাম উদ্দীন জানান, গতকাল রাতে দেখি, স্যারের জ্বরটা হঠাৎ ওঠে গেছে।

তারপর আমরা স্যারকে রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলাম। চিকিৎসকেরা তাকে তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। রোববার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন:


এবারও হচ্ছে না প্রাথমিক সমাপনী পরীক্ষা

আমাদের লক্ষ্য বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা: প্রধানমন্ত্রী

ওসমানীনগরে শিক্ষিকাকে গলাকেটে হত্যার পর গৃহকর্মীর আত্মহত্যা

এবার মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন


তিনি আরও জানান, করোনার নমুনা পরীক্ষার পর রোববার রিপোর্ট পজিটিভ আসে।

এদিন তার শরীরের তাপমাত্রা কমেছে।  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ফোনে মাহবুব তালুকদারের চিকিৎসার খোঁজখবর নেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

# ইসি মাহবুব তালুকদার হাসপাতালে