সন্তান জন্মদানের পরই টিকা নেওয়া যাবে

সন্তান জন্মদানের পরই টিকা নেওয়া যাবে

অনলাইন ডেস্ক

শুরুতে বিশ্বের টিকা প্রস্তুতকারী সংস্থাগুলো গর্ভাবস্থায় করোনার টিকা গ্রহণ না করার কথা জানিয়েছিল। টিকা বিশেষজ্ঞরাও এবিষয়ে একমত ছিলেন।

প্রথমদিকে টিকার বিষয়ে বলা হয়েছিল, শধু গর্ভবতী নারীরা না, যেসব মা সন্তানকে স্তন্যদান করছেন তারাও টিকা নিতে পারবেন না। তবে এবার সেই সিদ্ধান্ত বদলেছে ভারতীয় প্রশাসন।

সন্তান জন্মদানের পরই মা টিকা নিতে পারবেন বলে জানানো হয়েছে। তাই যেসব নারীরা সন্তানদের স্তন্যপান করাচ্ছেন তাদেরও টিকা নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই।

news24bd.tv/এমিজান্নাত