৭ দিনের লকডাউনে রাজবাড়ী সদর-পাংশা-গোয়ালন্দ পৌরসভা

৭ দিনের লকডাউনে রাজবাড়ী সদর-পাংশা-গোয়ালন্দ পৌরসভা

Other

রাজবাড়ী‌তে উ‌দ্বেগজনক হা‌রে ক‌রোনা সংক্রম‌ণের হার বে‌ড়ে গেছে। ফলে রাজবাড়ীর সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভা সাত দি‌নের লকডাউ‌নের সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন ক‌রোনা সংক্রমণ প্র‌তি‌রোধ ক‌মি‌টি।

‌রোববার বিকেলে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে আয়ো‌জিত জেলা ক‌রোনা ভাইরাস সংক্রমণ ও প্র‌তি‌রোধসহ সা‌র্বিক ব্যবস্থাপনা ক‌মি‌টির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগ‌মের সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- রাজবাড়ী-১ আস‌নের এম‌পি কাজী কেরামত আলী।

আরও পড়ুন:


ইরানের নতুন প্রেসিডেন্টের সংবাদ সম্মেলন কাল

খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

‘ড্যাব’কে অনুরোধ জানাব ফখরুলের মানসিক পরীক্ষা করাতে: তথ্যমন্ত্রী


অন্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন- পু‌লিশ সুপার এমএম শা‌কিলুজ্জামান, সি‌ভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টি‌টোন, সদর উপ‌জেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ফাহ‌মি মো. সা‌য়েফ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, পাংশার মেয়র ওয়া‌জেদ আলী, গোয়ালন্দর মেয়র মো.  নজরুল মন্ডল প্রমূখ।

জানা‌ গে‌ছে, গত ১৪ দি‌নে রাজবাড়ী সদ‌রে ৩৬ শতাংশ, পাংশায় ৪০ শতাংশ, কালুখালী‌তে ৫৩ শতাংশ, বা‌লিয়াকা‌ন্দি‌তে ৭ শতাংশ ও গোয়ালন্দে ৮৬ শতাংশ সংক্রমিত হওয়ায় এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন জেলা ক‌রোনা ভাইরাস সংক্রমণ ও প্র‌তি‌রোধসহ সা‌র্বিক ব্যবস্থাপনা ক‌মি‌টি। ফ‌লে আগামী সোমবার ২১ জুন রাত ১২টা ১মি‌নিট থে‌কে রাজবাড়ী সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় এ সিদ্ধান্ত কার্যক্রর হ‌বে।

news24bd.tv / তৌহিদ