ভারতে করোনা সংক্রমণ তিন মাসে সর্বনিম্ন

ভারতে করোনা সংক্রমণ তিন মাসে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক

ধীরে ধীরে ভারতে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে। দেশটিতে প্রতিদিনই কমছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৩ হাজার ২৫৬, যা গত ৮৮ দিনের মধ্যে সর্বনিম্ন। সোমবার (২১ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন গেছেন ১ হাজার ৪২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে দেড় শতাধিক।


আরও পড়ুনঃ


রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

তিনটি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া শুরু

বেবি বাম্পের ছবি দিয়ে নুসরাতের লুকোচুরির ইতি

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির ‘মুজা’র জন্মদিন পালন


করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ।

মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ১৩৫ জন।

news24bd.tv / নকিব