হোটেলে নারী এনে জরিমানার মুখে চিলির ফুটবলাররা

হোটেলে নারী এনে জরিমানার মুখে চিলির ফুটবলাররা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণের কারণে কোপা আমেরিকার এবারের আসরে সব ধরণের কর্মকাণ্ডে বিধিনিষেধ জারি করা হয়েছে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। কিন্তু এর মধ্যেই হোটেলে নারী এনে নিয়ম ভেঙে বিতর্কের মুখে পড়েছেন চিলির ফুটবলাররা।

জেগেছে।

ব্রাজিলের কুইয়াবার গ্রান হোটেলে থাকছে চিলি। সেখানেই হোটেল রুমে নারী এনে পার্টি করার অভিযোগ চিলির ছয় ফুটবলারের বিরুদ্ধে। এতে কোপা আমেরিকা টুর্নামেন্টে করোনার হানা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাদের পার্টির কথা জানিয়েছে স্পেনের বিশ্বস্ত দৈনিক মার্কা।

পার্টি করা ফুটবলারদের তালিকায় আছেন আর্তুরো ভিদালের মতো তারকা। এছাড়া এ কাণ্ডে নাম এসেছে জ্যাঁ মেনেসেস, স্ট্রাইকার এডুয়ার্ডো ভারগাস, গ্যারি মেডেল, পাবলো গালদামেস ও বেয়ার লেভারকুসেনের মিডফিল্ডার চার্লস আরাঙ্গিসের।


আরও পড়ুনঃ

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

তিনটি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া শুরু

বেবি বাম্পের ছবি দিয়ে নুসরাতের লুকোচুরির ইতি

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির ‘মুজা’র জন্মদিন পালন


এই বিষয়ে অবশ্য সংশ্লিষ্ট কেউই মুখ খোলেননি। তবে চিলি ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর মার্টিন লাসার্তে এই বিষয় শিগগিরই ব্যবস্থা নেবেন

এর আগেও হোটেলের বাইরে থেকে ভিদাল ও মেডেল হেয়ার ড্রেসারকে এনে চুল কাটিয়ে ৩০ হাজার ডলার জরিমানাও গুণেছিলেন।

news24bd.tv / নকিব