সৌদি আরবে মসজিদ বিধিনিষেধে পরিবর্তন

সৌদি আরবে মসজিদ বিধিনিষেধে পরিবর্তন

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদে আরোপিত স্বাস্থ্যবিধিতে কিছুটা পরিবর্তন এনেছে সৌদি আরব। সম্প্রতি দেশটিতে করোনার উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয়।  

আরব নিউজ জানায়, মসজিদের দুই কাতারের মধ্যবর্তী এক কাতার ছেড়ে দেওয়ার শর্ত বাদ দিয়েছে মন্ত্রণালয়। নামাজের আগে আজান ও ইকামতের মধ্যবর্তী সময় সীমাও বাদ দেওয়া হয়েছে।

এর আগে ফজর নামাজে ২৫ মিনিট ও মাগরিব নামাজে ১০ মিনিটসহ সব ফরজ নামাজে ২০ মিনিট করে সময় নির্ধারিত ছিল। এখন আর তাতে কোনো সময়সীমা থাকছে না।  

এছাড়া, জুমার নামাজে ১৫ মিনিটের সময়সীমাও রহিত করে এখন থেকে আজানের আগের এক ঘণ্টা ও পরে আধ ঘণ্টা পর্যন্ত মসজিদ খোলা যাবে।


আরও পড়ুনঃ

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

হোটেলে নারী এনে জরিমানার মুখে চিলির ফুটবলাররা

বেবি বাম্পের ছবি দিয়ে নুসরাতের লুকোচুরির ইতি

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির ‘মুজা’র জন্মদিন পালন


এছাড়াও মসজিদে পবিত্র কোরআনের কপি রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ইসলামী স্কলারদের আলোচনা ও পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে।

মসজিদের ভেতর ঠাণ্ডা ফ্রিজের পানীয় রাখার নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।  

তবে মসজিদের ভেতর মাস্ক পরিধান, জায়নামাজ, প্রবেশ ও বের হওয়ার সময় আওয়াজ না করা ও পারষ্পরিক দেড় মিটার দূরত্ব নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে সৌদির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

news24bd.tv / নকিব