অলিম্পিকের প্রতিযোগিতায় প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট হলেন লরেল হুবার্ড

অলিম্পিকের প্রতিযোগিতায় প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট হলেন লরেল হুবার্ড

অনলাইন ডেস্ক

টোকিও গেমসে মহিলা ইভেন্টের জন্য নিউজিল্যান্ড নির্বাচিত হওয়ার পর অলিম্পিকে প্রতিযোগিতা করা প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট হয়েছেন ওয়েটলিফটার লরেল হাবার্ড, এই সিদ্ধান্তটি খেলায় ন্যায্যতার বিষয়ে বিতর্কের সৃষ্টি করেছে।

হুবার্ড নারীদের ৮৭ কেজি ভারোত্তোলন ক্যাটাগরিতে প্রতিযোগিতা করবেন।

নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে স্বীকার করার আগে ২০১৩ সাল পর্যন্ত হুবার্ড পুরুষ ভারোত্তোলক হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।  

সমালোচকরা বলছেন, নারী ভারোত্তোলক হিসেবে অংশ নেয়া হুবার্ড বেশি সুবিধা পাবেন বলে অনেক ।

তবে অনেকে আবার এটাকে অলিম্পিকের ইতিবাচক হিসেবে দেখছেন।  
আজ সোমবার নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি প্রকাশিত এক বিবৃতিতে হুবার্ড জানান, নিউজিল্যান্ডের মানুষ আমাকে যেভাবে সমর্থক দিয়েছি আমি সত্যিই কৃতজ্ঞ সবার কাছে।

২০১৩ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তার নিয়ম পরিবর্তন করে, যেখানে বলা হয় টেস্টোস্টেরনের মাত্রা একটি নির্দিষ্ট সীমার নিচে থাকলে ট্রান্সজেন্ডার অ্যাথলেটরা একজন নারী হিসেবে প্রতিযোগিতা করার অনুমতি পাবেন। এই নিয়ম পরিবর্তনের কারণেই ৪৩ বছর বয়সী হুবার্ড নারী হিসেবে অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুনঃ

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

হোটেলে নারী এনে জরিমানার মুখে চিলির ফুটবলাররা

বেবি বাম্পের ছবি দিয়ে নুসরাতের লুকোচুরির ইতি

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির ‘মুজা’র জন্মদিন পালন

news24bd.tv/এমিজান্নাত

সম্পর্কিত খবর