২ হাত ও টুকরো করা পা এক নারীর, ধারণা পুলিশের
মৌলভীবাজার শ্রীমঙ্গলে লাশ উদ্ধার

২ হাত ও টুকরো করা পা এক নারীর, ধারণা পুলিশের

অনলাইন ডেস্ক

মৌলভীবাজার শ্রীমঙ্গলে কচুক্ষেত ও বাঁশবাগান থেকে মানবদেহের টুকরো করা দুটি হাত ও একটি পায়ের অংশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ জুন) উপজেলার মীর্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাশাউন গ্রাম ওই দেহাবশেষ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক জানান, মীর্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাশাউন গ্রামের বাসিন্দারা সকাল সাড়ে দশটার দিকে পুলিশকে জানায় এ গ্রামের মাখন দেবের কচুক্ষেতে মানবদেহের একটি পায়ের অংশ পড়ে আছে। একইসঙ্গে টুকরো পায়ের পাশে একটি বস্তাও রয়েছে।

আরও পড়ুন:


জম্মু-কাশ্মীরে সংঘর্ষ: লস্কর-ই-তাইয়্যেবার কমান্ডারসহ নিহত ৩

যদি নারী অল্প পোশাক পরে ঘোরে তার প্রভাব পুরুষের উপর পড়তে বাধ্য: ইমরান

পুলিশ বিনা ওয়ারেন্টে সাইফুলকে ধরে বন্দুক ঠেকিয়ে গুলি করে: ফখরুল


এ খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে টুকরো পায়ের অংশ উদ্ধার করে। তবে পড়ে থাকা বস্তায় কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বস্তায় টুকরো পায়ের অংশ রক্ষিত ছিল। কুকুর অথবা বিড়াল বস্তা থেকে এটি বের করেছে।

এরপর পুলিশের একটি দল গ্রামের আশপাশ এলাকায় তল্লাশি চালায়। তারা খুঁজতে থাকে আর কোনো অংশ পাওয়া যায় কি না। এক পর্যায়ে পুলিশ কচুক্ষেত থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দুর্গেশ দত্ত নামের এক ব্যক্তির বাঁশবাগানে তল্লাশি চালায়। এতে বাঁশবাগানের নিচ থেকে একটি হাত উদ্ধার করা হয়।

একইভাবে অনুসন্ধানে পুলিশ আরেকটি হাত একই গ্রামের গৌড় দত্তের বাঁশ ঝাড় থেকে উদ্ধার করে।

পুলিশের ধারণা, এ হাত দুটি ও টুকরো করা পায়ের অংশ কোনো একজন নারীর। টুকরো হাত-পা থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। এদিকে পুলিশ ঘটনার  ক্লু উদ্ধারে সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।

news24bd.tv / তৌহিদ