কাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

কাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে এসব জেলাসমূহে জনসাধারণ চলাচলসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মঙ্গলবার (২২ জুন) থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও এ রুটে সচল থাকবে ফেরি চালাচল। ফলে লঞ্চে পারাপার হওয়া যাত্রীরা ফেরিতে পারাপার হবেন।

আরও পড়ুন:


ভোট ভালো হয়েছে: ইসি সচিব

কাল থেকে ৭ জেলায় লকডাউন

যশোরে বেড়েইে চলেছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) ফিরোজ শেখ জানান, এখন পর্যন্ত লকডাউনে ফেরি চলাচল বন্ধের কোনো নির্দেশনা পাইনি।

ফলে স্বাভাবিক থাকছে ফেরি চলাচল।

news24bd.tv নাজিম