মঙ্গলবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ দেখাবে যে চ্যানেলে

মঙ্গলবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ দেখাবে যে চ্যানেলে

অনলাইন ডেস্ক

কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে মঙ্গলবার ভোর ছয়টায়। দুই দলের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও টেন টু।

প্রথম ম্যাচে লা আলবিসেলেস্তেরা চিলির সঙ্গে ড্র করেছিল ১-১ গোলে।

দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে হারায় ১-০ ব্যবধানে। অন্যদিকে প্যারাগুয়ে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল বলিভিয়াকে।

এই ম্যাচটায় রেকর্ড করতে যাচ্ছেন লিওনেল মেসি। দেশের জার্সিতে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ইতিহাসে যুগ্মভাবে নিজের নাম লেখাবেন এই সুপার স্টার।

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন জেভিয়ার মাসচেরানো ১৭৪ ম্যাচ খেলেছেন তিনি। প্যারাগুয়ের বিপক্ষেও মেসি খেলবেন ১৭৪ নম্বর ম্যাচটি।

পরিংসখ্যান বলছে কোপা আমেরিকায় ২২ বারের সাক্ষাতে একবারও আর্জেন্টিনাকে হারাতে পারেনি প্যারাগুয়ে।

news24bd.tv/আলী