বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে ছেলেরও মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে ছেলেরও মৃত্যু

Other

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে কালিগঞ্জ উপজেলায় মা ও ছেলে, আর কলারোয়ায় নিহত হয়েছেন এক কৃষক।

সোমবার (২১ জুন) সন্ধ্যার দিকে তারালী ইউনিয়নের বয়েরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন বয়েরা গ্রামের আরশাদ আলী সরদারের স্ত্রী মরিয়ম বেগম (৭৫) ও ছেলে রোকন সরদার (৪২)।

স্থানীয়রা জানান, উঠানে ভেজা কাপড় দিচ্ছিলেন মরিয়ম বেগম।

এ সময় বাড়ির বিদ্যুতের তার থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তিন ছেলে মাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় মায়ের সঙ্গে ছেলে রোকন সরদার নিহত হয়। বাকি দুই ছেলে সেলিম সরদার ও কালাম সরদার আহত হয়েছে।

তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কালিগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন:


জম্মু-কাশ্মীরে সংঘর্ষ: লস্কর-ই-তাইয়্যেবার কমান্ডারসহ নিহত ৩

যদি নারী অল্প পোশাক পরে ঘোরে তার প্রভাব পুরুষের উপর পড়তে বাধ্য: ইমরান

পুলিশ বিনা ওয়ারেন্টে সাইফুলকে ধরে বন্দুক ঠেকিয়ে গুলি করে: ফখরুল

২ হাত ও টুকরো করা পা এক নারীর, ধারণা পুলিশের


news24bd.tv / তৌহিদ