পদ্মার ৭১ কেজির বাগাড় বিক্রি হলো সিরাজগঞ্জে

পদ্মার ৭১ কেজির বাগাড় বিক্রি হলো সিরাজগঞ্জে

অনলাইন ডেস্ক

গোদাগাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়া ৭১ কেজি ওজনের বাগাড় মাছটি আজ সোমবার সকালে সিরাজগঞ্জে নিয়ে ১ হাজার ১০ টাকা কেজিদরে বিক্রি করা হয়েছে। যিনি বিক্রি করেছেন তার নাম আনিকুল ইসলাম (৩০)। গোদাগাড়ী উপজেলার মাটিকাটা দেওয়ানপাড়া গ্রামে তার বাড়ি।

তার সঙ্গে কথা হয় নিউজ টোয়েন্টিফোরের।

তিনি বলেন, গতকাল রোববার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামের জেলে হাবিবুর রহমানের জালে মাছটি ধরা পড়ে। তখন বিকেল হয়ে গেছে। হাবিবুর মাছটি তাঁর কাছে ৯৭০ টাকা কেজিদরে বিক্রি করে দেন। তবে এ ক্ষেত্রে ৮ কেজি ‘ঢলন’ (উপরি) হিসেবে পান তিনি।
সে হিসাবে ৮ কেজির দাম বাদ দিয়ে জেলেকে দেন ৬১ হাজার টাকা।

আনিকুল বলেন, রাতেই একটি পিকআপ ভাড়া করে তিনি মাছটি সিরাজগঞ্জের গোলচত্বরে নিয়ে যান। সোমবার সকালে সেখানে ৯৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন। তিনি বলেন, মাছটি বিক্রি করে তিনি পেয়েছেন ৬৭ হাজার ২০০ টাকা। এর মধ্যে খাজনা দিতে হয়েছে ২ হাজার ২০০ টাকা। খরচ বাদ দিলে মাছটি থেকে তাঁর বেশি লাভ হয়নি।

আরও পড়ুন:


জম্মু-কাশ্মীরে সংঘর্ষ: লস্কর-ই-তাইয়্যেবার কমান্ডারসহ নিহত ৩

যদি নারী অল্প পোশাক পরে ঘোরে তার প্রভাব পুরুষের উপর পড়তে বাধ্য: ইমরান

পুলিশ বিনা ওয়ারেন্টে সাইফুলকে ধরে বন্দুক ঠেকিয়ে গুলি করে: ফখরুল

২ হাত ও টুকরো করা পা এক নারীর, ধারণা পুলিশের


উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মণ্ডল জানান, গোদাগাড়ীর বরেন্দ্র মৎস্য আড়তে মাছটি বিক্রি করেছেন জেলে হাবিবুর। স্থানীয় আড়তদারের কাছে হাবিবুর রহমানের যে নম্বরটি তিনি নিয়েছিলেন, সেটি বন্ধ রয়েছে।

news24bd.tv / তৌহিদ

সম্পর্কিত খবর