করোনা আক্রান্ত মার্কিনীদের সেই গুয়ান্তানামো দ্বীপে নিতে চেয়েছিলেন ট্রাম্প

করোনা আক্রান্ত মার্কিনীদের সেই গুয়ান্তানামো দ্বীপে নিতে চেয়েছিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের করোনা আক্রান্ত নাগিরিকদের গুয়ান্তানামো বে-তে পাঠানোর বিষয় বিবেচনা করছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

দৈনিকটির তথ্য অনুসারে - ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে করোনা মোকাবিলার সময় সিচুয়েশন রুম থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তার সহকর্মীদের কাছে জানতে চেয়েছিলেন, ‘আমাদের কোনো দ্বীপ নেই?’ এরপর তিনিই বলেছিলেন, ‘গুয়ান্তানামো বে কেমন হবে?’

ট্রাম্পের এই কথা শুনে তার সহকর্মীরা অবাক হয়েছিলেন। ট্রাম্পের এ চিন্তা সেখানেই শেষ হয়, দ্বিতীয়বার আর উত্থাপিত হয় নি।

কিউবার কাছে গুয়ান্তামো বে-তে রয়েছে কুখ্যাত কারাগার যেখানে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে মুসলিম দেশের বহু লোকজনকে ধরে আটকে রাখা হয়েছে। সেখানে তাদের ওপর বর্বর নির্যাতন চালানো হয়।

আরও পড়ুন


পরিণত বয়স বা কোন অসুস্থতাই আমাদের মৃত্যুর জন্যে প্রস্তুত করে না

‘পরমাণু নিয়ে ভিয়েনা সংলাপ সবাইকে সন্তুষ্ট করবে’

কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

করোনায় বিশ্বে আট মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু


ওই বইয়ের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প বলেছিলেন, ‘আমরা পণ্য আমদানি করছি। আমরা ভাইরাস আমদানি করব না।

যুক্তরাষ্ট্রের করোনা মহামারি আকার ধারণ করার আগেই ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছিলেন। পরবর্তীতে করোনা মোকাবেলায় চরম ব্যর্থতার জন্য ট্রাম্প প্রশাসন কঠোর সমালোচনার মুখে পড়ে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালেয়ের তথ্য মতে- করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আমেরিকায় এ পর্যন্ত ছয় লাখ এক হাজার মানুষ মারা গেছে। এর মধ্যে চার লাখ মানুষ মারা গেছে ট্রাম্পের সময়ে। সূত্র: পার্সটুডে।

news24bd.tv এসএম