তাহসান না, মানুষের যত আমার ওপর: মিথিলা

তাহসান না, মানুষের যত আমার ওপর: মিথিলা

অনলাইন ডেস্ক

আমাদের দেশসহ ভারতেও অনেকেই এখনো বিশ্বাস করেন, বিবাহ বিচ্ছেদে পুরুষের কোনো দোষ থাকে না সব দোষ থাকে নারীর। কলকাতার সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকার এমন মন্তব্য করেছে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

মিথিলা বলেন, ‘বাংলাদেশে তো মানুষের সবচেয়ে বেশি রাগ আমার ওপর। মানুষ প্রশ্ন করছেন মেয়ে হয়ে কেন আমি বিবাহ বিচ্ছেদ করলাম? মেয়েদের নাকি এসব করতে নেই।

তাহসানের ওপর কিন্তু মানুষের রাগ নেই। রাগ যত আমার ওপর। আমি কেন বিয়ে করলাম? 

সাক্ষাৎকারে মিথিলা আরও জানিয়েছেন, দেশের মানুষের সবচেয়ে বেশি রাগ তার ওপর। আমাকে সৃজিতকে নিয়ে বা আমার বিয়ে নিয়ে আজ নয়, ভারত আর বাংলাদেশ দুদিকেই নেটমাধ্যমে অজস্র কটাক্ষের শিকার হচ্ছি।

তবে সাম্প্রতিক কালে অরুচিকর কথা বেড়েছে। আমাকে ‘অসভ্য’ বলে মানুষ নিজে যে অসভ্যতার পরিচয় দিচ্ছে, সেটা আগামী পৃথিবীর জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়।

সূত্র: আনন্দবাজার

news24bd.tv/এমিজান্নাত

এই রকম আরও টপিক