৮০০ কেজি গোবর চুরি, থানায় অভিযোগ

৮০০ কেজি গোবর চুরি, থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক

চোর কি চুরি করতে আসে? এই প্রশ্নের উওরে কম বেশী সবার উওর প্রায় একই। চোর সাধারণত মূল্যবান কোনও জিনিসই চুরি করে থাকে। চোরের কাছে যেটা মূল্যবান মনে হবে সেটাই সে চুুরি করে। হতে পারে সেটা অর্থ সম্পদ বা স্বর্ণ বা অতিব মূল্যবান কোনও কিছু।

কিন্তু এবার চোর এসব রেখে চুরি করলো ৮০০ কেজি গোবর!  এমন ঘটনায় হৈচৈ পড়ে গেছে।

ভারতের ছত্তিশগড়ের একটি গ্রাম থেকে এই গোবর চুরি গেছে। গত ৮ জুন ছত্তিশগড়ের কোরবা জেলার ধুরেনা গ্রামে এ ঘটনা ঘটেছে।

দিপকা থানার পুলিশ কর্মকর্তা হরিশ তান্ডেকর জানিয়েছেন, ১৫ জুন গৌথান সমিতির গ্রামের প্রধান কামহান সিং কানওয়ার অভিযোগ দায়ের করেছেন।

তবে রোববার বিষয়টি সামনে এসেছে।

পুলিশ বলছে, বাজারে ওই ৮০০ কেজি গোরবের দাম মোটামুটি ১ হাজার ৬০০ রুপির মতো। কিন্তু কে বা কারা চুরি গোবর করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে কী কারণে গোবর চুরি করা হয়েছে, তা নিয়েও ধন্দে আছে পুলিশ।

পুলিশ বলছে, চোরদের হয়তো ওই গোবর বিক্রির মতলব রয়েছে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।  

news24bd.tv/আলী