পররাষ্ট্রমন্ত্রীর সরলতা আমারে মাঝে মধ্যে ভীত করে

পররাষ্ট্রমন্ত্রীর সরলতা আমারে মাঝে মধ্যে ভীত করে

Other

মানবাধিকারের কথা বলা দেশগুলো রোহিঙ্গা ইস্যুতে মুখে বাংলাদেশকে খুব বাহবা দেন। বলেন, বাংলাদেশ খুব ভালো করেছে কিন্তু বাস্তব হিসাবে দেখা যাচ্ছে, এইসব দেশ মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য বাড়িয়েছে গত চার বছরে তিন গুণ।  

সব বড়লোক দেশ নিজেদের লোকসংখ্যার চেয়েও বেশি টিকা নিয়ে বসে আছে। মুখে খালি বলে তোমাদেরে দেবো দেবো, দ্যায় না।

মুলা ঝুলায়ে রাখে। আবার কোনও কোনও দেশ শর্ত জুড়ে দ্যায় যে টিকা দেবো তাইলে তোমরা ওই ওই ক্ষেত্রে আমাদের সাপোর্ট করবা? এইটা আমাদের মনে হয় যে নিউ টুল অব এক্সপ্লয়টেশন।  

আজকে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী। এই লোকটার সরলতা আমারে মাঝেমধ্যে ভীত করে।

ইশরাত জাহান উর্মি, সাংবাদিক, কথাসাহিত্যিক।

news24bd.tv নাজিম