যুক্তরাজ্যে রপ্তানির সুযোগ চায় বিজিএমইএ

যুক্তরাজ্যে রপ্তানির সুযোগ চায় বিজিএমইএ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্যের জন্য রপ্তানির সুযোগ সৃষ্টি এবং যুক্তরাজ্য থেকে আরও বিদেশি বিনিয়োগ আনার জন্য আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

মঙ্গলবার (২২ জুন) বিজিএমইএ অফিসে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটিতে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের স্বলোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জসমূহ, সম্ভাব্য শুল্ক পরিবর্তন এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী পর্যায়ে বাংলাদেশ কীভাবে যুক্তরাজ্যের বাজার ধরে রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি বলেন, কোভিড-১৯ সংকটকালে কিছু ব্রিটিশ ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক আমদানি করলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট বাংলাদেশি রপ্তানিকারকদের রপ্তানি বিল পরিশোধ করেনি। এতে পোশাক শিল্পের সেসব উদ্যোক্তারা সংকটে পড়েছেন। উল্লেখিত ব্র্যান্ডরা যেন অনতিবিলম্বে রপ্তানি বিল পরিশোধ করেন, সে বিষয়ে সহযোগিতা করার জন্য বিজিএমইএ সভাপতি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে অনুরোধ জানান।

এ সময় বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলীও উপস্থিত ছিলেন।

news24bd.tv নাজিম